Ajker Patrika

নিখোঁজ সালেহ আহমদের ছেলেকে চাকরি দিয়েছেন চসিকের মেয়র

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ২৭
নিখোঁজ সালেহ আহমদের ছেলেকে চাকরি দিয়েছেন চসিকের মেয়র

চট্টগ্রামের মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমদের ছেলে সাদেকুল্লাহ মাহিনকে চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি দিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আজ মঙ্গলবার চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়র অফিস কক্ষে চাকরির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। 

জানা যায়, গত ২৫ আগস্ট বৃষ্টির পানির স্রোতে নগরীর মুরাদপুরে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের ব্যবসায়ী ছালেহ আহমদ। নিখোঁজ হওয়ার পর ছালেহ আহমদের বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন সিটি মেয়র এম রেজাউল করিম।  এ সময় তিনি ছালেহ আহমদের পরিবার থেকে একজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর সেই প্রতিশ্রুতি পূরণে ছালেহ আহমদের একমাত্র ছেলে সাদেকুল্লাহ মাহিনকে চসিক পরিচালিত সিএনজি ফিলিং স্টেশনে চাকরি দিয়েছেন মেয়র। 

এ ব্যাপারে সাদেকুল্লাহ মাহিন বলেন, মেয়র আমার পরিবারকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রেখেছেন। আগামী ১ নভেম্বর চাকরিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। 

মাহিন আরও বলেন, বাবাকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের দুসময়ে মেয়র রেজাউল করিম চৌধুরী পাশে দাঁড়িয়েছেন। এর জন্য আমার পরিবার তাঁর কাছে চির কৃতজ্ঞ। 
 
চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, মেয়র মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করেছেন। আমার ডিপার্টমেন্ট মাহিনকে চাকরি দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত