Ajker Patrika

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গুদাম আগুন। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে গুদাম আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় দিনে দোকানের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার (৯ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে নগরের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় সড়কের পাশে অবস্থিত গুদামগুলোয় এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ২টা ৫৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশ কয়েকটি দোকানের গুদাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পুরো এলাকায় ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। এতে আতঙ্কে আশপাশের অনেক দোকানের মালিক তাঁদের মালামাল নিরাপদে বাইরে নিয়ে আসে। দোকানের পেছনে ছোট গুদামগুলোয় এই আগুন লেগেছিল। আগুনে মালামাল সব পুড়ে গেছে। গুদামগুলো মূলত ফলসহ বিভিন্ন কাঁচামাল, ঝুটের কাপড়, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রাখা হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত