Ajker Patrika

চুয়েটে অনলাইন ক্লাস স্থগিত

প্রতিনিধি, চুয়েট
চুয়েটে অনলাইন ক্লাস স্থগিত

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অনলাইন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে অনলাইন ক্লাস বন্ধের নির্দেশনা কার্যকর হবে এবং ২২ মে পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে।  

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড​. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটের ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের চলমান অনলাইন ক্লাসসমূহ আগামী ২২ মে পর্যন্ত স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সব ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক (ছাত্রকল্যাণ) সেন্টার চেয়ারম্যানগণের সমন্বয়ে আজ বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান সকল অনলাইন শিক্ষা কার্যক্রম পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস বন্ধের নির্দেশনা কার্যকর হবে। এ নির্দেশনা চলবে আগামী ২২ মে পর্যন্ত। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সমাপনী ব্যাচের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত