Ajker Patrika

যত শক্তিশালী হোক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ জুন ২০২২, ১৮: ৪০
যত শক্তিশালী হোক, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, সে যত শক্তিশালী হোক দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার বেলা ২টার ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন  তিনি।

মন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হোক। কেউই আইনের ঊর্ধ্বে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভয়াবহ আগুন নেভাতে গিয়ে আমাদের ৯ জন ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এই মুহূর্তে ১৫ জন সিমএইচসহ ঢাকায় তিনটি হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা মনে করি তাঁদের অবস্থা সংকটাপন্ন। তাঁরা সুস্থতা লাভ করুক।’

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। মৃত্যুর তথ্যের একটু তারতম্য আছে জানিয়ে মন্ত্রী বলেন, অফিশিয়ালি ৪১ জন আর অন অফিশিয়ালি ৪৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পুরো তথ্য জানতে আরও একটু সময় লাগবে। তিনি এই সময় মেডিকেলের সামনে অযথা ভিড় না করার অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত