চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে দুজনই ব্যক্তিগত ব্যস্ততা উল্লেখ করেছেন। পদত্যাগের বিষয়টি দুজনই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী দুই সহকারী প্রক্টর হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।
তাঁদের মধ্যে মোরশেদ সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক এবং অরূপ চাকসুর সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। এ দুই পদ থেকেও তাঁরা পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে মোরশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যক্তিগত কারণে প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই।’ একই কথা বলেছেন অপর সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে দুজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। আমি মিটিংয়ে আছি। অফিসে গেলে বিস্তারিত জানতে পারব।’
এর আগে গত বছরের মার্চ মাসে চবির প্রশাসন থেকে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির একটি বড় অংশ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকসহ বিভিন্ন পদে থাকা ২১ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন। তখন একসঙ্গে এতজনের পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদের কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে দুজনই ব্যক্তিগত ব্যস্ততা উল্লেখ করেছেন। পদত্যাগের বিষয়টি দুজনই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী দুই সহকারী প্রক্টর হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।
তাঁদের মধ্যে মোরশেদ সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক এবং অরূপ চাকসুর সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। এ দুই পদ থেকেও তাঁরা পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে মোরশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যক্তিগত কারণে প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই।’ একই কথা বলেছেন অপর সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে দুজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। আমি মিটিংয়ে আছি। অফিসে গেলে বিস্তারিত জানতে পারব।’
এর আগে গত বছরের মার্চ মাসে চবির প্রশাসন থেকে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির একটি বড় অংশ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকসহ বিভিন্ন পদে থাকা ২১ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন। তখন একসঙ্গে এতজনের পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘ড. ইউনূসের এই ক্ষমতা বেশি দিন টিকবে না।’ এ সময় নির্বাচনে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
৯ মিনিট আগেগলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে ঘটে এ ঘটনা। মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
১০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি ভোগদখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ
১২ মিনিট আগেরাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আজ সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুনের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
১৪ মিনিট আগে