Ajker Patrika

কক্সবাজারে হোটেল থেকে সমন্বয়ক হাসনাতের ফোন চুরি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৫৮
কক্সবাজারে হোটেল থেকে সমন্বয়ক হাসনাতের ফোন চুরি

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার কক্স সিলিটন নামে হোটেল থেকে ফোনটি চুরি হয়। 

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তাঁর স্মার্ট ফোনটি চুরি হয়েছে। পুলিশ ফোনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। 

জেলার পেকুয়া ও চকরিয়ায় শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল বুধবার কক্সবাজার আসেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে আসেন কক্সবাজার শহরে। সভার আগে তিনি কক্স সিলিটন হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সেখানে থেকে তাঁর ফোনটি চুরি হয়। 

হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের জানান, ছাত্র-জনতার আলোচনা সভায় যোগদানের জন্য হোটেল কক্ষ থেকে বের হওয়ার আগে তাঁর ফোনটি খোয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত