Ajker Patrika

চার শিক্ষকের তিনজনই করোনাক্রান্ত, ক্লাস নিচ্ছেন পার্শ্ববর্তী স্কুলের দুই শিক্ষক

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০: ১৯
চার শিক্ষকের তিনজনই করোনাক্রান্ত, ক্লাস নিচ্ছেন পার্শ্ববর্তী স্কুলের দুই শিক্ষক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক করোনাক্রান্ত হয়ে আইসোলেশন আছেন। ওই বিদ্যালয়ে শিক্ষকই ছিলেন মাত্র চারজন। তিনজন আইসোলেশনে থাকায় এখন ক্লাস চলছে পার্শ্ববর্তী বিদ্যালয়ের দুজন শিক্ষকের সহযোগিতা নিয়ে। রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা যায়। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা সূত্র জানা যায়, বাচাশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা, সহকারী শিক্ষক মিনু রাণী কর ও সাজেদা পারভিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ কারণে তাঁরা তিনজনই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। প্রধান শিক্ষক রিজিয়া সুলতানা ১০ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। নমুনা পরীক্ষায় ১১ জানুয়ারি তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ থাকায় ওই দিন স্কুলের অপর তিন শিক্ষকও নমুনা পরীক্ষায় দেন। এর পরদিন শিক্ষক শামসুল হক ছাড়া অন্য দুজন শিক্ষক মিনু ও সাজেদা পারভীনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়টির চার শিক্ষকের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী পাশের স্কুল থেকে দুজন শিক্ষক এনে স্কুল চালানো হচ্ছে। করোনায় আক্রান্ত তিন শিক্ষক নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত