Ajker Patrika

কর্ণফুলী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৮: ৪৫
কর্ণফুলী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কর্ণফুলীর নদীর উত্তর ঘাটের ৫০ মিটার দক্ষিণ থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানিয়েছেন এখনো লাশের পরিচয় নিশ্চিত করতে পারেননি। 

ওসি জানান, নদীতে হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের ঘাড়ে কাটা দাগ রয়েছে। সাদা রঙের গেঞ্জি, চেক লুঙ্গি পরনে ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। 

লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের বিশেষায়িত টিম লাশ শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে বলেও জানান ওসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত