Ajker Patrika

পটিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় আনুমানিক ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের দেওয়ান হাট কৃষ্ণখালি বাজার এলাকার বিমল সওদাগরের দোকানের সামনে ওই মরদেহ পরে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পটিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাত ১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের পরিচয় জানা যায়নি। 

পটিয়া থানার উপপরিদর্শক শাহাবুদ্দিন আকন্দ জানান, মরদেহটির পরিচয় নিশ্চিতে কাজ চলছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত