Ajker Patrika

রোববার হাজীগঞ্জের ৮ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২২, ১৬: ৩৮
রোববার হাজীগঞ্জের ৮ গ্রামের মানুষের ঈদ উদ্‌যাপন

ঈদের দুই দিন আগে চাঁদপুরের হাজীগঞ্জের ৮ গ্রামের মানুষ ঈদ উদ্‌যাপন করেছেন। আজ রোববার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

জানা যায়, হাজীগঞ্জের ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফের বর্তমান পীর মুফতি মাও. জাকারিয়া চৌধুরী আল-মাদানী গতকাল শনিবার গভীর রাতে চাঁদ দেখেছেন মর্মে আজ ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত নেয়। পরে ভোররাতে সাহরি খাওয়ার সময় ওই সব গ্রামের মাইকে তা প্রচার করা হয়। 

সেই প্রচারে সাড়া দিয়ে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, নুরপুর, সাচনমেঘের কয়েকটি গ্রামের মানুষ আজ ঈদ উদ্‌যাপন করেছেন। 

সরেজমিনে দেখা যায়, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা ও সুরঙ্গচাইলের ৮ গ্রামের মানুষ নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশগ্রহণ করছেন। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত