Ajker Patrika

পটিয়ায় সিএনজি চালকের মরদেহ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় সিএনজি চালকের মরদেহ উদ্ধার

পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের কর্তলা এলাকায় রাস্তার পাশ থেকে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছেন পটিয়া থানা-পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বুধপুরা বাজার সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নূর আলম পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ইদির মোল্লার বাড়ির মো. আলীর ছেলে।

পটিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, কর্তলা এলাকায় সকাল নয়টার দিকে রাস্তা পাশে পড়ে ছিল নূর আলম (৩৪) নামে এক যুবকের মরদেহ। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটিয়া থানায় নিয়ে যায়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম আগে ভাড়ায় সিএনজি চালাত। কয়েক মাস আগে কিস্তিতে সিএনজি কিনে নিজেই সিএনজি চালাতেন। রাতের যে কোনো সময় ছিনতাইকারীরা তাকে মেরে সিএনজি নিয়ে পালিয়ে যায়।

পটিয়া থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দে জানান, মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায় নূর আলম নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথায় ও শরীরে বেশ আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিবার খেকে থানায় কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত