Ajker Patrika

চট্টগ্রামের সেই ডায়াবেটিক হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১: ২৬
চট্টগ্রামের সেই ডায়াবেটিক হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের খুলশীর সেই ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে হাসপাতালে মেয়াদহীন ওষুধ-ইনজেকশন বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এমনকি অনুমোদন ছাড়া বিদেশি ইনজেকশন বিক্রি করছিল হাসপাতালটি। এসব অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক মো. দিদার হোসেন ও মো. আনিছুর রহমান।

আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ডায়াবেটিক হাসপাতালে মেয়াদহীন ওষুধ বিক্রি করছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান চালানো হয়। আমরা কয়েকটি ফার্মেসিতে মেয়াদহীন ওষুধ-ইনজেকশন এবং অনুমোদনহীন বিদেশি ইনজেকশন বিক্রি করার প্রমাণ পেয়েছি। এ জন্য হাসপাতালটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।’ 

এদিন খুলশী থানা এলাকায় হেলথ কেয়ার ডায়াগনস্টিককে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভুয়া রিপোর্ট প্রদানসহ বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান আনিছুর রহমান।

গত ৫ অক্টোবর আজকের পত্রিকায় ‘হাসপাতালের মা-বাপ আমি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। এর আগে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বজনদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর। সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত