Ajker Patrika

ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৭: ২০
ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জানে আলম বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলা করেন। এর আগে রোববার রাত পৌনে আটটার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ একদল জনতা ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে জনতা। বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।’

জানা গেছে, কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। উত্তেজিত জনতা রাত পৌনে আটটা দিকে মিছিলসহ গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এ সময় ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে জনতা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাব, দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত