Ajker Patrika

গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকের ঘর থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২৩: ০৭
গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকের ঘর থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে অত্যাধুনিক গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ সময় ঘরের বাসিন্দা মোহাম্মদ নবীকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। 

আজ শুক্রবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৮ ইস্ট এর ব্লক বি/৩৯ নম্বর ঘরটিতে গ্রেনেডসদৃশ এ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে ঘরটি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আমীর জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত বসতঘরটি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে।’ 

ক্যাম্প সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট–এর বি/৩৯ এলাকায় কথিত আরসা সদস্যের একটি দল ঢুকে ৫ থেকে ৭টি গুলি ছোড়ে। এতে মোহাম্মদ নবী নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর ঘরে গ্রেনেডসদৃশ বস্তুটি পাওয়া যায়। গুলিবিদ্ধ মোহাম্মদ নবীকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রহরায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মোহাম্মদ নবী মোহাম্মদ কাশিমের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত