নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিব ১৯ দিন পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় আকিব ভালো হয়ে গেছেন। তাঁকে বাড়ি নিয়ে গিয়ে পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে। তাঁর বাবা এসে আকিবকে নিয়ে গেছেন।’
হুমায়ন কবির জানান, দেড় মাস পর আরেকটা ছোট অপারেশন করা লাগবে আকিবের।
চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর রাত ১২টায় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে পরদিন শুক্রবার এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের ওপর হামলা করে সহপাঠীরা।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, আকিব দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তাঁকে ধরে ফেলে সহপাঠীরা। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁর গলায় রিকশার চেইন দিয়ে বাঁধা হয়। এরপর কাচের বোতল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এ ছাড়া রামদা দিয়ে কোপানো হয় মাথায়। পরে হকিস্টিক দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়।
পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার সময় তাঁর পুরো মাথা থেঁতলানো ছিল। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায়, মস্তিষ্কেও প্রচুর রক্তক্ষরণ হয়। মাথার ব্যান্ডেজে চিকিৎসকদের লিখে দিতে হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’।
আকিবের ওপর হামলার ঘটনায় চমেক শিক্ষার্থী তৌফিকুর রহমান বাদী হয়ে গত ৩০ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরা সবাই চমেকের ছাত্র। এদের মধ্যে রক্তিম দে (২১) ও এনামুল হোসেন সীমান্ত (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি আকিব ১৯ দিন পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘গত মঙ্গলবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় আকিব ভালো হয়ে গেছেন। তাঁকে বাড়ি নিয়ে গিয়ে পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে। তাঁর বাবা এসে আকিবকে নিয়ে গেছেন।’
হুমায়ন কবির জানান, দেড় মাস পর আরেকটা ছোট অপারেশন করা লাগবে আকিবের।
চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর রাত ১২টায় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে পরদিন শুক্রবার এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের ওপর হামলা করে সহপাঠীরা।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, আকিব দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তাঁকে ধরে ফেলে সহপাঠীরা। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাঁর গলায় রিকশার চেইন দিয়ে বাঁধা হয়। এরপর কাচের বোতল দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। এ ছাড়া রামদা দিয়ে কোপানো হয় মাথায়। পরে হকিস্টিক দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়।
পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার সময় তাঁর পুরো মাথা থেঁতলানো ছিল। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায়, মস্তিষ্কেও প্রচুর রক্তক্ষরণ হয়। মাথার ব্যান্ডেজে চিকিৎসকদের লিখে দিতে হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’।
আকিবের ওপর হামলার ঘটনায় চমেক শিক্ষার্থী তৌফিকুর রহমান বাদী হয়ে গত ৩০ অক্টোবর নগরীর পাঁচলাইশ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরা সবাই চমেকের ছাত্র। এদের মধ্যে রক্তিম দে (২১) ও এনামুল হোসেন সীমান্ত (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে যাওয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে নিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা সেখানে ‘চর উন্নয়ন কমিটি, উলিপুর উপজেলা শাখা’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। গতকাল রোববার বিকেলে সাইনবোর্ডটি লাগানো হয়। আজ সোমবার সকালেও এটি সেখানে ছিল।
৪১ মিনিট আগেপ্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন শিউলি সুলতানা। গর্বের এই পদকটি বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এ আনন্দ নিয়ে গতকাল রোববার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন। কিন্তু রাত ১০টার দিকে খবর পান তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই।
১ ঘণ্টা আগেবিভিন্ন দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদির নামে রাজধানীতে সম্প্রতি যখন-তখন সড়ক অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে...
১ ঘণ্টা আগেহবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ...
২ ঘণ্টা আগে