নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী পৌর এলাকার মাইজদী-সোনাপুর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত (৬০) এক নারী ও জান্নাতুল ফেরদাউস (৮) নামের এক শিশু নিহতের ঘটনায় বাসের চালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় জব্দ করা হয়েছে বাসটি।
আজ শনিবার ভোরে সিলেটের হবিগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হচ্ছেন সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মিজানুর রহমান (৩১), শাহপরান এলাকার পলিয়া গ্রামের আবু তাহের (২৬) ও সুনামগঞ্জ সদরের ওছখালী এলাকার তারেক আহমেদ (১৮)।
নিহত জান্নাতুল ফেরদাউস সদর উপজেলার চর করমুল্যাহ এলাকার জাকের হোসেনের মেয়ে। তবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি, তিনি একজন ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় সোনাপুর-মাইজদী সড়কের ইসলামিয়া মাদ্রাসাসংলগ্ন বাসা থেকে ভবঘুরে ওই নারীসহ বের হয় শিশু জান্নাতুল ফেরদাউস। এ সময় সড়কের সামনে সিলেটগামী সাগরিকা পরিবহনের ওই বাস দাঁড়িয়ে ছিল। অজ্ঞাত ওই নারী এবং শিশু ফেরদাউস যখনই বাসটির সামনে দিয়ে যাচ্ছিল, তখনই বাসটি চলতে শুরু করলে দুজন চাকায় পিষ্ট হয়। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ বলেন, ‘ঘটনার পর র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে বাসটি শনাক্ত করা হয়। পরে রাতে র্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জের সহযোগিতায় আমরা যৌথ অভিযান চালিয়ে বাসসহ চালক ও দুই সহকারীকে আটক করি। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালী পৌর এলাকার মাইজদী-সোনাপুর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত (৬০) এক নারী ও জান্নাতুল ফেরদাউস (৮) নামের এক শিশু নিহতের ঘটনায় বাসের চালকসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় জব্দ করা হয়েছে বাসটি।
আজ শনিবার ভোরে সিলেটের হবিগঞ্জ থেকে দুজনকে আটক করা হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মাইজদী-সোনাপুর সড়কের ইসলামিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হচ্ছেন সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মিজানুর রহমান (৩১), শাহপরান এলাকার পলিয়া গ্রামের আবু তাহের (২৬) ও সুনামগঞ্জ সদরের ওছখালী এলাকার তারেক আহমেদ (১৮)।
নিহত জান্নাতুল ফেরদাউস সদর উপজেলার চর করমুল্যাহ এলাকার জাকের হোসেনের মেয়ে। তবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি, তিনি একজন ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় সোনাপুর-মাইজদী সড়কের ইসলামিয়া মাদ্রাসাসংলগ্ন বাসা থেকে ভবঘুরে ওই নারীসহ বের হয় শিশু জান্নাতুল ফেরদাউস। এ সময় সড়কের সামনে সিলেটগামী সাগরিকা পরিবহনের ওই বাস দাঁড়িয়ে ছিল। অজ্ঞাত ওই নারী এবং শিশু ফেরদাউস যখনই বাসটির সামনে দিয়ে যাচ্ছিল, তখনই বাসটি চলতে শুরু করলে দুজন চাকায় পিষ্ট হয়। এ সময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ বলেন, ‘ঘটনার পর র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে বাসটি শনাক্ত করা হয়। পরে রাতে র্যাব-৯, সিপিসি-৩ হবিগঞ্জের সহযোগিতায় আমরা যৌথ অভিযান চালিয়ে বাসসহ চালক ও দুই সহকারীকে আটক করি। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
২ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
৩ ঘণ্টা আগে