রাঙামাটি প্রতিনিধি
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৯ ঘণ্টা আগে