নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘এবার রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, সেই শক্তিকে এই নির্বাচনে রাজনীতি থেকে চিরতরে বিদায় করাই সবার প্রত্যাশা।’
আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন ।
নৌকা প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে নেমে পড়েন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া ) আসন থেকে নির্বাচন করছেন।
আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন আরও ৬ প্রার্থী।
তাঁদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটুল দাশগুপ্ত পেয়েছেন কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার সোনালি আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম পেয়েছেন মোমবাতি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে আমরা শুধু নির্বাচন করব না, অপশক্তিকে প্রতিহত করার কাজটাও করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতিতে এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ভাবতে হয় জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিষয়ে। আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে আর রাজনীতিতে রাখবে না।’
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় বেলা ১টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি।
প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে শাহ আমানত (র.) মাজার ও বদর শাহ (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে জেল রোড এলাকায় গণসংযোগ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘এবার রাজনীতিতে গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে। যারা বাংলাদেশের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকারদের ক্ষমতায় এনেছে, সেই শক্তিকে এই নির্বাচনে রাজনীতি থেকে চিরতরে বিদায় করাই সবার প্রত্যাশা।’
আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন ।
নৌকা প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে নেমে পড়েন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া ) আসন থেকে নির্বাচন করছেন।
আজ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন আরও ৬ প্রার্থী।
তাঁদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটুল দাশগুপ্ত পেয়েছেন কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার সোনালি আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম পেয়েছেন মোমবাতি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে আমরা শুধু নির্বাচন করব না, অপশক্তিকে প্রতিহত করার কাজটাও করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতিতে এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের ভাবতে হয় জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিষয়ে। আজ জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে আর রাজনীতিতে রাখবে না।’
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় বেলা ১টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি।
প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে শাহ আমানত (র.) মাজার ও বদর শাহ (র.)-এর মাজার জিয়ারত করেন। পরে জেল রোড এলাকায় গণসংযোগ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে