Ajker Patrika

কর্ণফুলীতে ক্রিস্টাল মেথসহ মক্তব শিক্ষক গ্রেপ্তার 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে ক্রিস্টাল মেথসহ মক্তব শিক্ষক গ্রেপ্তার 

কক্সবাজার থেকে ক্রিস্টাল মেথ পাচার করা হচ্ছে ঢাকায়—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ এরশাদ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কর্ণফুলী থানা-পুলিশ। রোববার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। 

জানা গেছে, এরশাদ কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় একটি মক্তবের শিক্ষক। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মইজ্জ্যারটেক এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। 

এরশাদের বরাত দিয়ে ওসি দুলাল বলেন, এরশাদ ৫০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ঢাকায় ক্রিস্টাল মেথ পাচার করছিল। এ সময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং সিমকার্ড উদ্ধার করা হয়। এরশাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত