Ajker Patrika

রাসায়নিক গুদামে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২০: ০৩
রাসায়নিক গুদামে আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু

চট্টগ্রামের সাগরিকায় রাসায়নিক গুদামে লাগা আগুন নেভানোর পর অসুস্থ হয়ে মো. মিলন নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. মিলনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। ৩৮ বছর বয়সী মিলন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কাজ করতেন। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘রাসায়নিক গুদামে আগুন নেভানোর কাজে তিনি অংশ নেন। পরে আগুন নেভানোর কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি অসুস্থ অনুভব করেন। পরে আমরা তাঁকে (মিলন) একটি অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতাল নিয়ে আসি। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।’ 

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রাসায়নিক কারখানাটিতে বিপুল পরিমাণের দাহ্য পদার্থ থাকায় সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় অগ্নিনির্বাপক কর্মীদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত