Ajker Patrika

বোতলজাত পানির ব্যানার লাগিয়ে ইয়াবা পাচার করেন তাঁরা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বোতলজাত পানির ব্যানার লাগিয়ে ইয়াবা পাচার করেন তাঁরা: পুলিশ

গ্রামের লোহাগাড়ায় ৪ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ইয়াবা, রিভলবার ও ৪০ রাউন্ড গুলিসহ কার্গো ভ্যান চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গাড়িতে ‘অ্যাকুয়াফিনা’ নামে একটি বোতলজাত খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যানার লাগিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কার্গো ভ্যানে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলেন।

আজ শুক্রবার চট্টগ্রাম মহানগরীর ষোলোশহর জেলা পুলিশ লাইন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ইয়াবা, অস্ত্র ও জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি জানায় পুলিশ। তাঁদের গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কার্গো ভ্যানের চালক ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গালাগাও গ্রামের নুরুউদ্দিনের ছেলে মো. ফরিদ মিয়া (২৫) ও চালকের সহকারী চট্টগ্রামে জোরারগঞ্জ থানার সোনা পাহাড় এলাকার সামশুল হকের ছেলে নুর হোসেন সবুজ। 

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) মো. কবীর আহম্মেদ বলেন, একটি সংঘবদ্ধ মাদক ও অস্ত্র পাচারকারী চক্র অনেক দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান কার্গোযোগে ঢাকায় পাচার করছিল—পুলিশের কাছে এমন তথ্য ছিল। কিন্তু তাঁদের ধরা যাচ্ছিল না। অবশেষে গতকাল রাতে কক্সবাজার শহরের লিংক রোড থেকে কার্গো ভ্যানটি ইয়াবা ও অস্ত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে—এমন খবর পায় পুলিশ। 

গতকাল রাত ১০টার দিকে কার্গো ভ্যানটি থামিয়ে তল্লাশির পর চালকের সিটের পেছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৬টি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেটগুলোতে ৪ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া চালকের কোমরে গোজানা অবস্থায় একটি দেশীয় তৈরি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় চালকের সঙ্গে থাকা সহকারীকেও গ্রেপ্তার করা হয়।

কবীর আহম্মেদ বলেন, অভিযুক্তরা বিশুদ্ধ পানি সরবরাহের একটি স্বনামধন্য পানীয় প্রতিষ্ঠানের ব্যানার গাড়িতে লাগিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে যাচ্ছিলেন। মূলত ইয়াবাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এ ঘটনায় জব্দ পিস্তলটি মূলত মাদক কারবারিরা আত্মরক্ষার উদ্দেশ্যে রেখেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত