Ajker Patrika

বাঘের বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হলো আরও একটি জলহস্তী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৭: ২৮
বাঘের বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হলো আরও একটি জলহস্তী

এক জোড়া বাঘের বিনিময়ে ৯০০ কেজি ওজনের আরও একটি জলহস্তী যুক্ত হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। আজ মঙ্গলবার ভোর ৫টায় ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে এই জলহস্তী চট্টগ্রামে পৌঁছেছে।

পরে কর্তৃপক্ষ নতুন আনা এই জলহস্তীকে ‘জলপরী’ নামকরণ করে চট্টগ্রাম চিড়িয়াখানার নির্দিষ্ট খাঁচায় অবমুক্ত করে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটি মহোদয়ের উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনুমোদন দেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুই বছর বয়সী এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় দেওয়া হয়। বিনিময়ে গত ২১ সেপ্টেম্বর এক জোড়া জলহস্তীর মধ্যে ১২ বছর বয়সী একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আসে।

তিনি আরও বলেন, চিড়িয়াখানায় ওই জলহস্তীটির নাম দেওয়া হয়েছে `লাল পাহাড়’। প্রাণী বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় জলহস্তী আজ মঙ্গলবার ভোরে এসে পৌঁছেছে। ৯০০ কেজি ওজনের এই স্ত্রী জলহস্তী `জলপরীর’ বয়স ৯ বছর।

চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামে আনার পর মাসখানেক একা ছিল লাল পাহাড়। ইতিমধ্যে সে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পেরেছে। নতুন আনা স্ত্রী জলহস্তীটিও এখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত