Ajker Patrika

চোরাই গরুর মাংসসহ তিনজনকে আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জনতার হাতে আটক তিন গরুচোর। ছবি: আজকের পত্রিকা
জনতার হাতে আটক তিন গরুচোর। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরু চুরির পর জবাই করে মাংস বিক্রির জন্য নেওয়ার পথে তিনজনকে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া চিপছড়ি এলাকার মো. জামশেদ (৩৫), পূর্ব খুরুশিয়া খাজাটিলা এলাকার মো. করিম (২৭) এবং একই গ্রামের মাইজপাড়া এলাকার আবুল হোসেন (২৬)। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী গরুর মালিক পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব খুরুশিয়া গাইনের বাড়ি এলাকার মোহাম্মদ আজিজ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে আজিজের গোয়ালঘর থেকে ৫০-৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়। সেই গরু পূর্ব খুরুশিয়া পূর্ব পাহাড়ে নিয়ে জবাই করেন তিনজন। এদিকে রাতে আজিজের গরু চুরির খবর জানাজানি হয়ে যায় সর্বত্র। ভোর ৫টার দিকে জবাই করা গরুর মাংস বস্তায় ভরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন জামশেদ। নেওয়ার পথে পদুয়ার মহিষের বাম এলাকায় এলে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। দুই বছর আগেও গরু চুরি করে ধরা পড়েছিলেন জামশেদ। তাঁকে পিটুনি দেওয়ার পর স্থানীয়দের কাছে চুরির কথা স্বীকার করেন এবং অন্যদের নাম প্রকাশ করেন। তাঁর মাধ্যমে কৌশলে বাকি দুজন করিম ও আবুল হোসেনকে আনা হয়। এ সময় লোকমুখে গরুচোর ধরা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গরুর মালিক আজিজ। তিনি চামড়া ও মাথা দেখে এটি তাঁর গরু বলে শনাক্ত করেন।

স্থানীয় মো. সাইদুল জানান, আটক ব্যক্তিরা পুলিশ এবং উপস্থিত সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েই চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, স্থানীয় লোকজন তিন গরুচোরকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক ব্যক্তিরা সবার সামনে চুরির কথা স্বীকার করেছেন। গরুর মালিক আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। আগামীকাল বুধবার (৭ মে) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত