Ajker Patrika

ইয়াবা পাচারের মামলায় মিয়ানমারের ৬ নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫: ০৬
ইয়াবা পাচারের মামলায় মিয়ানমারের ৬ নাগরিকের ১০ বছরের কারাদণ্ড

ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের ছয় নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন বলে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, চার বছরের বেশি সময় আগের মামলাটির সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক বুধবার রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ানের ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অংয়ের ছেলে মং সা, তাজ অংয়ের ছেলে চওনা, উলাটি অংয়ের ছেলে মং চেতে ও মৎ সাওয়ের ছেলে উয়া নাই। 

২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। এ ঘটনায় কোস্ট গার্ডের কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত