Ajker Patrika

চবির শাটলে কাটা পড়ে যুবকের মৃত্যু 

চবি প্রতিনিধি
চবির শাটলে কাটা পড়ে যুবকের মৃত্যু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে হাটহাজারী চৌধুরী হাট স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় যুবকের শরীর থেকে এক হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। 

নিহত যুবকের নাম মোহাম্মদ ইয়াসিন (৩০)। তিনি হাটহাজারী থানার ফতেহপুর ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়িকা আবাসিক এলাকার ডা. আনোয়ার ভবনের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী চবি শিক্ষার্থী মিসবাহ উদ্দিন আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবক বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে শাটল ট্রেনে ওঠেন। শাটল ট্রেন চৌধুরী হাট স্টেশনে পৌঁছালে তিনি শাটল ট্রেন থেকে নেমে দুই বগির সংযোগস্থল দিয়ে ছাদে ওঠার চেষ্টা করেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে ট্রেন চলতে শুরু করায় তিনি নিচে পড়ে যান।’ 

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তার এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শিক্ষার্থীরা ও স্থানীয়রা মিলে আহতাবস্থায় যুবককে উদ্ধার করে ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘চবির শাটলে কাটা পড়ে হাত বিচ্ছিন্ন হওয়া যুবক ইয়াসিনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটা মানসিক প্রতিবন্ধী। শাটল ট্রেন চৌধুরী হাট স্টেশন পার হওয়ার পর ট্রেনে কাটা পড়ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত