Ajker Patrika

বিলের গর্তে মিলল নারীর খণ্ডিত মাথা ও হাড়গোড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২২: ৩৬
বিলের গর্তে মিলল নারীর খণ্ডিত মাথা ও হাড়গোড়

চট্টগ্রাম নগরীর বলিরহাটে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মাথা ও হাত-পায়ের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ১০ থেকে ১৫ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চান্দগাঁও থানার বলিরহাটে কোদালকাটা এলাকায় একটি বিলের গর্ত থেকে ওই নারীর শরীরের খণ্ডিত অংশগুলো পাওয়া যায়।

ঘটনাস্থলে যাওয়া চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ আমরা সংবাদ পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে এক নারীর শরীরের হাত, পা ও মাথার খণ্ডিতাংশ ও হাড়গোড় উদ্ধার করি। লাশটি বস্তাবন্দী অবস্থায় মাটিতে পোঁতা ছিল। হয়তো শিয়াল–কুকুর মাটি খুঁড়ে মরদেহ বের করে ফেলেছে।’ তবে ওই নারীর শরীরের বাকি অংশ পাওয়া যায়নি।

খণ্ডিত অংশের মাংস পচে গলে গেছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘খণ্ডিতাংশগুলো পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত