Ajker Patrika

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ভিড়ের চাপে নিহত ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় আসা মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা
সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় আসা মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ভিড়ের চাপে দুজন মারা গেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চন্দ্রনাথ ধাম মন্দিরে ওঠার সময় এ ঘটনা ঘটে।

নিহত একজন হলেন বিল্টু দাস (৫৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৮ বছর বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড স্রাইন কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, শিবচতুর্দশী তিথি শুরুর পর থেকে মানুষের ঢল নামে চন্দ্রনাথ ধামে। বিকেলে চন্দ্রনাথ ধামে ওঠার সময় তীব্র ভিড়ের চাপে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েন ওই দুজন। এতে ঘটনাস্থলেই দুই পুণ্যার্থীর মৃত্যু হয়। তীব্র ভিড়ের কারণে মরদেহ দুটি এখনো নামানো সম্ভব হয়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, চন্দ্রনাথ ধামে ওঠার মাঝামাঝি রাস্তায় ভিড়ের চাপে আটকা পড়ে ওই দুই পুণ্যার্থী নারী-পুরুষের মৃত্যু হয়েছে। তাঁরা দুজন মধ্য বয়সী। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিকল্প পথে মরদেহ দুটি নিচে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত