Ajker Patrika

আয়াত হত্যাকাণ্ড: মরদেহের অংশবিশেষ উদ্ধারের দাবি পিবিআইয়ের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৬: ৪৮
আয়াত হত্যাকাণ্ড: মরদেহের অংশবিশেষ উদ্ধারের দাবি পিবিআইয়ের

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় খুন হওয়া শিশুর আয়াতের খণ্ডিত মরদেহের পায়ের অংশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার দুপুরে ইপিজেড এলাকার আকমল আলী রোডের সাগরপাড় সংলগ্ন সুইচ গেট সংলগ্ন এলাকা থেকে আয়াতের মরদেহের অংশ বিশেষ পাওয়া যায় বলে জানায় পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মনোজ কুমার দে আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি আবিরের দেওয়া তথ্যে আমরা কয়েক দিন ধরেই এলাকাটিতে মরদেহের খণ্ডাংশের খোঁজ করছিলাম। পরে আজ আয়াতের মরদেহের বিচ্ছিন্ন দুটি পা প্লাস্টিকের ভেতর টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের পর বিস্তারিত জানাতে পারব।’ 

আয়াত গত ১৫ নভেম্বর নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয়। শিশুটি তাঁর বাসা থেকে বেরিয়ে স্থানীয় মক্তবে পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিল। ওই ঘটনায় শিশুটির বাবা সোহেল ইপিজেড থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শিশু আয়াতের নিখোঁজের বিষয়ে পিবিআই তদন্ত করে আবির আলীর সম্পৃক্ততা পায়। অভিযুক্ত আবির শিশু আয়াতের পরিবারের মালিকানাধীন বাসার ভাড়াটিয়া। 

 চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় খুন হওয়া শিশুর আয়াতের খণ্ডিত মরদেহের পায়ের অংশ উদ্ধার করা হয়েছেআবিরকে গ্রেপ্তারের পর তাঁর বরাত দিয়ে পিবিআই জানিয়েছিল, শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা উদ্দেশ ছিল আবিরের। কিন্তু ঘটনার দিন তাঁর মোবাইলে থাকা সিমটি কাজ না করায় সে শিশুটির পরিবারকে ফোন দিতে পারছিল না। একটি পর্যায়ে শিশুটি চিৎকার করে। পরদিন ১৬ নভেম্বর সকালে ভাড়া বাসাতেই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর শিশুটির মরদেহ একটি ব্যাগে করে আবির তাঁদের ইপিজেডের পুরোনো ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে সুযোগ বুঝে বাথরুমে আয়াতের মরদেহটি ৬ খণ্ড করে আলাদা ৬টি প্যাকেটে ভরে। পরদিন ১৭ নভেম্বর তিনটি প্যাকেট ২০ ফুট গভীর বেড়িবাঁধ সংলগ্ন নালায় ও বাকি তিনটি প্যাকেট সাগরে ফেলে আসে আবির আলী।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত