Ajker Patrika

চুলার আগুনে ডিজেল পড়ে ইউপি সদস্যর বসতবাড়ি ভস্ম

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১১: ০১
Thumbnail image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কালাপানি এলাকায় চুলার আগুনে ডিজেল পড়ে মুহূর্তে আগুনের লেলিহানে ইউপি সদস্য ইসমাইলের দুটি ঘর পুড়ে গেছে। এতে আসবাবপত্র, ধান ও মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। 

গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ধান, আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে যায়। আশপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। 

ইউপি সদস্য ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে নগদ দেড় লাখ টাকা,দুটি পাম্প মেশিন ও একটি জেনারেটর, ধান ও চাল, প্রয়োজনীয় কাগজপত্র ও জায়গার দলিল পুড়ে গেছে। ঘরে ৬০ লিটার ডিজেল (বাগানের পানি সেচের মোটর চালানোর জন্য কেনা) থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বর্তমানে স্ত্রী ও ১০ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। আমার জীবনের সব অর্জন আজ ধূলিসাৎ। আগুনের লেলিহান দৃশ্য চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুর করার ছিল না। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার ঊর্ধ্বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত