Ajker Patrika

পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মারামারিতে পথচারী নিহত, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মারামারিতে পথচারী নিহত, গ্রেপ্তার ২ 

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মারামারির মধ্যে পড়ে ছুরিকাঘাতে পথচারী নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড ও পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামের সাদিকুর রহমান (২৬) ও একই জেলার সদর ইউনিয়নের হাফিজুল ইসলাম (২৬)। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, হাফিজুলকে পতেঙ্গা থানাধীন খেজুরতলা ও সাদিকুরকে ইপিজেড থানাধীন আকমল আলী রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকায় একটি পোশাক কারখানার দুই পক্ষের শ্রমিকদের মধ্যে মারামারি হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া ভিন্ন আরেকটি কারখানার শ্রমিক ও পথচারী মেহেদী হাসান (১৯) ছুরিকাঘাতের শিকার হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। 

নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। তিনি সিইপিজেডে মেরিমো গার্মেন্টসে ক্যানটিন বয় হিসেবে কাজ করতেন। 

ওসি মোহাম্মদ হোসাইন বলেন, ওই ঘটনায় শুক্রবার নিহত মেহেদীর মা রেহানা বেগম বাদী হয়ে ইপিজেড থানায় সাদিকুর, রমজানসহ অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত