সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই বছর আগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বাসে বাড়ি ফেরার সময় সেলফোনটি হারিয়ে ফেলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু। এরপর তিনি সীতাকুণ্ড থানায় অভিযোগ করলেও কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর ফোনটি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।
গতকাল রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের পরামর্শে পিবিআই পুলিশ সুপার বরাবর আবার অভিযোগ দেন কামরুল ইসলাম। অভিযোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া সেলফোনটি উদ্ধার করেন পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। গতকাল রাতেই ফোনটি কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, ‘২০২০ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বারআউলিয়া ফেরার পথে স্মার্টফোনটি হারিয়ে ফেলি। এরপর সীতাকুণ্ড থানায় অভিযোগ করি। সীতাকুণ্ড থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন তদন্তকাজ চালালেও কিছুদিন পর থমকে যায়। থানায় একাধিকবার যোগাযোগের পরও ফোনটি উদ্ধার না হওয়ায় অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম।’
গতকাল দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ১২ ঘণ্টা পর তাঁরা ফোনটি উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দিয়েছেন।
পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ফোন উদ্ধারে কাজ শুরু করেন তিনি। ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
এসআই শাহাদাত বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁকে জানিয়েছেন, রিয়াজ উদ্দিন বাজারের এক দোকানির কাছ থেকে ফোনটি তিনি অল্প দামে কিনেছিলেন। উদ্ধারের পর রাতেই প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান এসআই শাহাদাত হোসেনের পারদর্শিতার প্রশংসা করে বলেন, ‘অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে স্মার্টফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দিতে পেরে আমরা খুশি।’
দুই বছর আগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বাসে বাড়ি ফেরার সময় সেলফোনটি হারিয়ে ফেলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু। এরপর তিনি সীতাকুণ্ড থানায় অভিযোগ করলেও কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর ফোনটি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।
গতকাল রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের পরামর্শে পিবিআই পুলিশ সুপার বরাবর আবার অভিযোগ দেন কামরুল ইসলাম। অভিযোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া সেলফোনটি উদ্ধার করেন পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। গতকাল রাতেই ফোনটি কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, ‘২০২০ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বারআউলিয়া ফেরার পথে স্মার্টফোনটি হারিয়ে ফেলি। এরপর সীতাকুণ্ড থানায় অভিযোগ করি। সীতাকুণ্ড থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন তদন্তকাজ চালালেও কিছুদিন পর থমকে যায়। থানায় একাধিকবার যোগাযোগের পরও ফোনটি উদ্ধার না হওয়ায় অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম।’
গতকাল দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ১২ ঘণ্টা পর তাঁরা ফোনটি উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দিয়েছেন।
পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ফোন উদ্ধারে কাজ শুরু করেন তিনি। ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
এসআই শাহাদাত বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁকে জানিয়েছেন, রিয়াজ উদ্দিন বাজারের এক দোকানির কাছ থেকে ফোনটি তিনি অল্প দামে কিনেছিলেন। উদ্ধারের পর রাতেই প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান এসআই শাহাদাত হোসেনের পারদর্শিতার প্রশংসা করে বলেন, ‘অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে স্মার্টফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দিতে পেরে আমরা খুশি।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
২৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
৪০ মিনিট আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
৪৪ মিনিট আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
১ ঘণ্টা আগে