Ajker Patrika

হালদা নদীতে ভেসে উঠল ১২ কেজি ওজনের মৃত কাতলা মাছ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ২০: ১০
হালদা নদীতে ভেসে উঠল ১২ কেজি ওজনের মৃত কাতলা মাছ

চট্টগ্রামের হালদা নদীতে ভাসমান অবস্থায় ১২ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে হালদা নদীর হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। তবে মাছটির মৃত্যুর কারণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া পিপিএম জানান, এক অভিযানে আজ সকালের দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। এতে নেতৃত্ব দেন হালদা নদীর অস্থায়ী নৌ-ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) ওমর ফারুক।

এদিকে মৃত কাতলা মাছটি উদ্ধারের পর হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। ইউএনও জানান, উদ্ধার করা মৃত কাতলা মাছটির ওজন ১২ কেজি এবং দৈর্ঘ্য ৩ দশমিক ৫ ফুট ও প্রস্থ ২ দশমিক ৫ ফুট। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেশের মিঠাপানির কার্পজাতীয় মা-মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদী।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, মৃত কাতলা মাছটির বয়স ছয় বছর। মৃত অবস্থায় উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাছটি ল্যাবরেটরিতে আনা হয়েছে। ময়নাতদন্তের পরই মাছটির মৃত্যুর কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত