Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসীদের গোলাগুলি’, নিহত ২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৯: ৩৫
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসীদের গোলাগুলি’, নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত সলিম উল্লাহ (৩৩) ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-২৪ ব্লকের মৃত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে। নিহত অপরজনের পরিচয় পুলিশ নিশ্চিত না করলেও তিনি ৮ ইস্টের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের (২৮) বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় (এলজি) অস্ত্রের অংশবিশেষ, চারটি তাজা কার্তুজ, একটি ছোরা, ১১টি গুলিসহ একটি ম‍্যাগাজিন ও চারটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘রাতে ৮ ইস্ট ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।’

‘এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা ৭৩টি গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যেতে থাকে। পরে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।’

সুরতহাল শেষে নিহত রোহিঙ্গা সন্ত্রাসীদের মরদেহ রোহিঙ্গা ক্যাম্প থেকে উখিয়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত