নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কমিশন চাইলে প্রতীকের সংখ্যা কমাতে পারে বা বাড়াতে পারে। তবে শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো সিদ্ধান্ত কমিশন এখনো নেয়নি।
আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি।
সিইসি বলেন, ‘কোনো দল যদি নিবন্ধন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীক আছে, সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই তাদের প্রতীক বরাদ্দ দিতে পারিনি।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘রাজনীতিবিদেরা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন। বিশেষ করে, এনসিপি আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানে। যাঁরা জীবন বাজি রেখে জুলাই অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, আমি মনে করি না তাঁরা নির্বাচনের কোনো সমস্যা বা বাধা হয়ে দাঁড়াবেন। এটা আমি কখনো বিশ্বাস করি না। সুতরাং উনারা একটা অবস্থানে চলে আসবেন। সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এ বিষয়ে তিনি শঙ্কিত নন বলেও যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ‘রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন।’
ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। সাংবাদিকদের প্রবেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রে ভিড় না থাকলে ১০ মিনিট থাকার অনুমতি দেওয়া হবে, প্রয়োজন হলে আরও সময় দেওয়া হবে।
সিইসি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সাংবাদিকদের সহযোগিতা চাই। তাঁরা যেন নির্বাচন কাভার করতে পারেন, আমরা তাতে সহায়তা করব। সত্য ও সঠিক তথ্য তুলে ধরা হবে। মিথ্যা প্রচার বা ভুল তথ্য যাতে না ছড়ায়, আমরা সে জন্য সক্রিয় থাকব। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সাংবাদিকদের।’
ফ্যাক্ট চেকিংয়ের ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি। কিছু মিডিয়া ও ইউটিউব চ্যানেল সঠিক তথ্য প্রদানে ভূমিকা রাখছে। নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু রাখার জন্য নারী-পুরুষ ভোটাররা যাতে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন ও প্রিসাইডিং কর্মকর্তারা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সাংবাদিকদের সহযোগিতা করবেন।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার প্রশাসক, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কমিশন চাইলে প্রতীকের সংখ্যা কমাতে পারে বা বাড়াতে পারে। তবে শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার কোনো সিদ্ধান্ত কমিশন এখনো নেয়নি।
আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি।
সিইসি বলেন, ‘কোনো দল যদি নিবন্ধন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীক আছে, সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই তাদের প্রতীক বরাদ্দ দিতে পারিনি।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘রাজনীতিবিদেরা আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন। বিশেষ করে, এনসিপি আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে জানে। যাঁরা জীবন বাজি রেখে জুলাই অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, আমি মনে করি না তাঁরা নির্বাচনের কোনো সমস্যা বা বাধা হয়ে দাঁড়াবেন। এটা আমি কখনো বিশ্বাস করি না। সুতরাং উনারা একটা অবস্থানে চলে আসবেন। সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ এ বিষয়ে তিনি শঙ্কিত নন বলেও যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ‘রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন।’
ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। সাংবাদিকদের প্রবেশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রে ভিড় না থাকলে ১০ মিনিট থাকার অনুমতি দেওয়া হবে, প্রয়োজন হলে আরও সময় দেওয়া হবে।
সিইসি আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সাংবাদিকদের সহযোগিতা চাই। তাঁরা যেন নির্বাচন কাভার করতে পারেন, আমরা তাতে সহায়তা করব। সত্য ও সঠিক তথ্য তুলে ধরা হবে। মিথ্যা প্রচার বা ভুল তথ্য যাতে না ছড়ায়, আমরা সে জন্য সক্রিয় থাকব। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা প্রতিহত করার দায়িত্ব সাংবাদিকদের।’
ফ্যাক্ট চেকিংয়ের ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি। কিছু মিডিয়া ও ইউটিউব চ্যানেল সঠিক তথ্য প্রদানে ভূমিকা রাখছে। নির্বাচনের পরিবেশকে সুষ্ঠু রাখার জন্য নারী-পুরুষ ভোটাররা যাতে নিজের পছন্দমতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন ও প্রিসাইডিং কর্মকর্তারা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সাংবাদিকদের সহযোগিতা করবেন।
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার প্রশাসক, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে।
৯ মিনিট আগেজেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’
১৭ মিনিট আগেখুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।
১ ঘণ্টা আগেরাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে