Ajker Patrika

নিখোঁজের সাত দিন পর পুকুর পাড়ে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২৩: ৩৪
নিখোঁজের সাত দিন পর পুকুর পাড়ে মিলল শিশুর মরদেহ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে নিখোঁজের সাত দিন পর পুকুর পাড় থেকে আইনী ওরফে আঁখি মনি (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে। 

আজ বুধবার ভোরে পাহাড়তলী আলম তারা পুকুরপাড় এলাকা থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘিরপাড় এলাকায় থাকত। 

পিবিআই চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। 

শিশু আঁখি মনির মরদেহ উদ্ধারের পর মায়ের আহাজারি২১ মার্চ শিশুটি নিখোঁজ হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে স্থানীয় মো. রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। 

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, বিড়াল ছানার লোভ দেখিয়ে আঁখি মনিকে অপহরণ করা হয়েছে। শিশুটি ঘটনার দিন বিকেলে আরবি পড়তে বাসা থেকে বেরিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল সে। পরে সিসিটিভির ফুটেজে শিশুটিকে এক যুবক নিয়ে যেতে দেখা যায়।

পিবিআই পরিদর্শক মো. ইলিয়াছ জানান, শিশুটি নিখোঁজের পর পিবিআই একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, আলম তারা পুকুরপাড়ে নিখোঁজ শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

এলাকার খবর
Loading...