Ajker Patrika

চট্টগ্রাম বিমানবন্দরে কম্বলে মোড়ানো ১ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৫: ৪৭
চট্টগ্রাম বিমানবন্দরে কম্বলে মোড়ানো ১ কেজি সোনা জব্দ

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিশেষ পদ্ধতিতে কম্বলে করে আনা এক কেজি সোনা জব্দ করেছেন এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সদস্যরা। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে বিমানবন্দরে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজারের বাসিন্দা মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই তিন যাত্রী। এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে এক যৌথ অভিযানে তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় একটি কম্বলের মধ্যে লুকানো ১ কেজি সোনা পাওয়া যায়।’

তাসলিম আহমেদ আরও বলেন, ‘ওই তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এখনো আটক দেখানো হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত