কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ইদ্রিস মাস্টারের বাড়ি এলাকার নিজের মুদি দোকানে আত্মহত্যা করে সে।
ওই ছাত্রের নাম মো. সালাহ উদ্দিন (১৬)। সে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আজ দুপুরে বন্ধ দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মৃত্যুর এক ঘণ্টা আগে ফেসবুকে ‘মায়া ভালো থাকতে দেয় না, বাঁচতে দেয় না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দেয়’ লিখে স্ট্যাটাস দেয়।
সালাহ উদ্দিন একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। লেখাপড়ার পাশাপাশি বাড়ি কাছে একটি মুদি দোকান চালাত সে।
সালাহ উদ্দিনের ফুপাতো ভাই মোহাম্মদ নয়ন ইকবাল বলেন, ‘দুপুরে একসঙ্গে আমরা জুমার নামাজও পড়েছি। নামাজ শেষে সে বাড়িতে যায় ভাত খেতে। কিছুক্ষণ পর শুনি আত্মহত্যা করেছে। জন্মের আগে বাবাকে হারিয়েছে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। পরিবারকে সহযোগিতা করতে লেখাপড়ার পাশাপাশি মুদি দোকানে বসত।’
স্বজনেরা জানান, দুপুরে ভেতর থেকে দোকান বন্ধ ছিল। কোনো সাড়া শব্দ না পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘সালাউদ্দিন নামে এক ছাত্র আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করা হয়েছে।’
চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের ইদ্রিস মাস্টারের বাড়ি এলাকার নিজের মুদি দোকানে আত্মহত্যা করে সে।
ওই ছাত্রের নাম মো. সালাহ উদ্দিন (১৬)। সে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আজ দুপুরে বন্ধ দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মৃত্যুর এক ঘণ্টা আগে ফেসবুকে ‘মায়া ভালো থাকতে দেয় না, বাঁচতে দেয় না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দেয়’ লিখে স্ট্যাটাস দেয়।
সালাহ উদ্দিন একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। লেখাপড়ার পাশাপাশি বাড়ি কাছে একটি মুদি দোকান চালাত সে।
সালাহ উদ্দিনের ফুপাতো ভাই মোহাম্মদ নয়ন ইকবাল বলেন, ‘দুপুরে একসঙ্গে আমরা জুমার নামাজও পড়েছি। নামাজ শেষে সে বাড়িতে যায় ভাত খেতে। কিছুক্ষণ পর শুনি আত্মহত্যা করেছে। জন্মের আগে বাবাকে হারিয়েছে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। পরিবারকে সহযোগিতা করতে লেখাপড়ার পাশাপাশি মুদি দোকানে বসত।’
স্বজনেরা জানান, দুপুরে ভেতর থেকে দোকান বন্ধ ছিল। কোনো সাড়া শব্দ না পেয়ে ভেন্টিলেটর দিয়ে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলছে। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘সালাউদ্দিন নামে এক ছাত্র আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করা হয়েছে।’
সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে সাতক্ষীরায় এসেছিলেন তাঁরা। আজ ঢাকায় ফিরছিলেন। পথে বিকেলে তালা উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাটি মোড় এলাকায় সাতক্ষীরা-খুলনা সড়কে...
২ মিনিট আগেপ্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসারসহ ৭টি প্রতিষ্ঠানের ১৬ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
৫ মিনিট আগেউজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বেড়েছে। এতে তিস্তার নিচু চরগুলো প্লাবিত হওয়ায় পেঁয়াজ, বাদাম ও কাউনের খেত তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় অর্ধশত কৃষক। এদিকে উজানের ভারী বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচ দিন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে পারে।
৭ মিনিট আগেপায়ে বল্লমের আঘাতে অসুস্থ হওয়া বন্য হাতিটির দ্বিতীয় দফায় চিকিৎসা করেছে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ। আজ রোববার (১৮ মে) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকার গহিন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয়। এর আগে ১ মে হাতিটির পায়ের ক্ষতস্থান পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক...
৪২ মিনিট আগে