Ajker Patrika

চট্টগ্রামে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২: ৪২
চট্টগ্রামে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রাম নগরীতে দায়িত্ব পালনের সময় দ্রুতগামী বাসের চাপায় নুরুল করিম (৪৭) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলোশহর ২ নম্বর গেটে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল করিম (৪৭) নগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, গুরুতর আহত অবস্থায় ট্রাফিক কনস্টেবল নুরুল করিমকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীতে ১০ নম্বর রুটের একটি বাস কর্তব্যরত অবস্থায় ট্রাফিক কনস্টেবল নুরুল করিমকে চাপা দেয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বাসের অজ্ঞাতনামা চালককে আসামি করে একটি মামলা হয়েছে। ওই বাসের চালক কে ছিলেন তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত