Ajker Patrika

বাঁশ–বেতের সরঞ্জামের ব্যবসায় স্বাবলম্বী

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
বাঁশ–বেতের সরঞ্জামের ব্যবসায় স্বাবলম্বী

বাঁশ ও বেতের তৈরি সরঞ্জাম বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের শাহজালাল। অতীতের তাঁর অভাব–অনটনের সংসার এখন চলছে স্বাচ্ছন্দ্যে।

উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ এলাকায় শাহজালালের বাড়ি। ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে অসহায় অবস্থায় দিনযাপন করতে হতো তাঁদের। অন্যর বাড়িতে কাজ শুরু করেন মা। আর তিনি শুরু করেন দিনমজুরির কাজ। কিন্তু এ দিয়ে সংসার চালানো ছিল কষ্টসাধ্য।

এর পর শাহজালাল ২০০৭ সালে স্থানীয় এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে শুকলাল হাট বাজারে বাঁশ ও বেতের তৈরি লাই, খাঁচা, টুকরি, কুলাসহ বিভিন্ন পণ্যের ব্যবসা শুরু করেন। শুরুতে এ শিল্পের তৈরি জিনিসের ওপর মানুষের আগ্রহ কম দেখে তিনি কিছুটা নিরুৎসাহিত হয়ে পড়েন। তবে ফসল ও সবজির আবাদসহ নির্দিষ্ট মৌসুমে এ শিল্পের তৈরি জিনিসপত্রের চাহিদা কারণে তিনি অনুপ্রাণিত হয়ে ব্যবসায় আরও বিনিয়োগ করেন। এতে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠেন তিনি। বর্তমানে এ ব্যবসায় তাঁর লাখ টাকার বেশি পুঁজি রয়েছে বলেও জানান তিনি।

শাহজালাল বলেন, ধান ও শীতকালীন সবজির মৌসুমে এসব পণ্যের প্রচুর চাহিদা থাকে। উপজেলার বড় দারোগারহাট ও মাহামুদাবাদ এলাকাসহ বেশ কয়েকটি এলাকার কারিগরদের থেকে সরাসরি পণ্য পাইকারি কিনে আনেন তিনি। প্রতি সপ্তাহে দুদিন বসা শুকলালহাট বাজারে এগুলো বিক্রির জন্য তোলেন। চাহিদা ভেদে প্রতি জোড়া বড় লাই ২০০ টাকা, মাঝারি ও ছোট লাই ১৫০  থেকে ১২০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া বাঁশের তৈরি প্রতি জোড়া খাঁচা ১৫০ থেকে ২০০ টাকা, প্লাস্টিকের খাঁচা প্রকার ভেদে ৫০০ থেকে ৩৫০ টাকা, টুকরি জোড়া ৩০০ টাকা, কুলা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। তাঁর দেওয়া তথ্য মতে, প্রতিটি পণ্য বিক্রিতে তাঁর অর্ধেকের বেশি লাভ থাকে।

শুকলালহাট বাজারে খাঁচা কিনতে আসা বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা রফিক উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ব্যবসার পাশাপাশি হারিয়ে যাওয়া এ শিল্পকে টিকিয়ে রাখতেও শাহজালাল ভূমিকা রাখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত