Ajker Patrika

ভারতে যাওয়ার সময় বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে যাওয়ার সময় বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমিটির সাবেক ছাত্রলীগ সভাপতি সজিব হালদারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতে চিকিৎসার জন্য বেনাপোল হয়ে যাওয়ার জন্য আসেন।

গতকাল বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে বিজিবি জিজ্ঞাসাবাদ করে সজিবকে আটক করে। তাঁর নামে কোনো মামলা আছে কিনা তা জানা যায়নি। তাঁকে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান।

আটক সজিব হালদারের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামে। তিনি নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, ‘আটক সজিবকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। সে কোনো নাশকতার সঙ্গে জড়িত কিনা থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় যাচাই করা সম্ভব হয়নি। থানার কার্যক্রম শুরু হলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সীমান্তে ও ইমিগ্রেশনে সতর্কতা জারি করায় কমেছে পাসপোর্টধারী যাতায়াত। স্বাভাবিক সময় দিনে ৭ থেকে ৮ হাজার যাত্রী যাতায়াত করলেও এখন তার সংখ্যা ২০০ থেকে ৩০০ এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত