Ajker Patrika

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য আন্তরিক: দীপংকর তালুকদার এমপি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৪৬
Thumbnail image

সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, ‘প্রত্যেক ধর্ম মানুষের জন্য—সমাজের জন্য, তেমনি নির্বাচিত সরকারও জনগণের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে।’

আজ সোমবার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া বৌদ্ধবিহার উৎসর্গ অনুষ্ঠানে প্রধান দায়কের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দীপংকর তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের জন্য আন্তরিক। সরকার এখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য নানা কাজ করছে।’ 

এ সময় অন্যদের মধ্যে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য নিউচিং মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষুসহ কয়েক হাজার দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন। 

এর আগে নাইক্যছড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের, সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত বিহার ভবন কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত