Ajker Patrika

থানচি বাজারে কেএনএফের সঙ্গে গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২২: ৫৬
Thumbnail image

বান্দরবানের থানচি বাজারে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কেএনএফের সঙ্গে কোন সংস্থার গোলাগুলি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার রাত ৯টায় থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন। 

থোয়াইহ্লা মং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় থানচি বাজারের আশপাশে প্রচুর গুলিবিনিময় হয়।থানচি বাজারের পেছনের শাহজাহান পাড়ার দিক থেকে দফায় দফায় গুলির শব্দ ভেসে আসে।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছিল। থানচি বাজারে গোলাগুলির কারণে ব্যবসায়ী ও স্থানীয়রা সাঙ্গু নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। 

স্থানীয় সূত্র জানায়, কেএনএফের অর্ধশতাধিক নারী ও পুরুষ সদস্য এই সশস্ত্র আক্রমণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত