কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
মাত্র তিন দিন আগে উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু নির্ধারিত গতিসীমা না মানার কারণে ঘটছে একের পর দুর্ঘটনা। এবার টানেলের ভেতরে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কারটি। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে। এ সময় কারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও কারটি জব্দ করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতির বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। তবে এতে টানেলের কোনো ক্ষতি হয়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।’
এর আগে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় নামে তারা। একপর্যায়ে প্রাডো গাড়ির ধাক্কায় টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশের রেলিং ভেঙে যায়। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল।
ঘটনার পর নিরাপত্তারক্ষীরা গাড়িটি জব্দ করে। পরে গত সোমবার রেলিংয়ের ক্ষতি বিবেচনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।
মাত্র তিন দিন আগে উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু নির্ধারিত গতিসীমা না মানার কারণে ঘটছে একের পর দুর্ঘটনা। এবার টানেলের ভেতরে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কারটি। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে। এ সময় কারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও কারটি জব্দ করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতির বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। তবে এতে টানেলের কোনো ক্ষতি হয়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।’
এর আগে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় নামে তারা। একপর্যায়ে প্রাডো গাড়ির ধাক্কায় টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশের রেলিং ভেঙে যায়। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল।
ঘটনার পর নিরাপত্তারক্ষীরা গাড়িটি জব্দ করে। পরে গত সোমবার রেলিংয়ের ক্ষতি বিবেচনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে