Ajker Patrika

এবার টানেলের ভেতরে প্রাইভেট কারে বাসের ধাক্কা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৫: ১১
এবার টানেলের ভেতরে প্রাইভেট কারে বাসের ধাক্কা

মাত্র তিন দিন আগে উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেলে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু নির্ধারিত গতিসীমা না মানার কারণে ঘটছে একের পর দুর্ঘটনা। এবার টানেলের ভেতরে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে পাল্লা দিয়ে চলছে যাত্রীবাহী একটি বাস। বাসের সামনে রয়েছে সাদা রঙের প্রাইভেট কারটি। একপর্যায়ে গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ধাক্কা দেন কারটিকে। এ সময় কারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বাস ও কারটি জব্দ করেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু টানেলের উপপ্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতির বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। তবে এতে টানেলের কোনো ক্ষতি হয়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।’

এর আগে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলে প্রতিযোগিতায় মেতে উঠেছিল উঠতি বয়সী ছেলেরা। দামি স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক গতিতে প্রতিযোগিতায় নামে তারা। একপর্যায়ে প্রাডো গাড়ির ধাক্কায় টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশের রেলিং ভেঙে যায়। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল।

ঘটনার পর নিরাপত্তারক্ষীরা গাড়িটি জব্দ করে। পরে গত সোমবার রেলিংয়ের ক্ষতি বিবেচনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত