Ajker Patrika

চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মসজিদে স্বেচ্ছায় কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে পড়ে মো. হোছাইন আলম সিকদার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের মধ্যমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

হোছাইনের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। হোছাইন মধ্যমপাড়া গ্রামের মৃত মামুনুর রশিদের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাহারবিল ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের শাহ্ সুফি জামে মসজিদের ওজুখানা নির্মাণ করছিলেন তিনজন শ্রমিক। এ সময় হোছাইন মসজিদের পাশের একতলা ভবন থেকে পানির সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সাহারবিল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইন বলেন, ‘হোছাইন খুবই মিশুক স্বভাবের লোক ছিলেন। তিনি মসজিদের কাজ স্বেচ্ছায় করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর পরিবারের পাশে থাকব।’ 

ওসি জাবেদ মাহমুদ বলেন, ‘ঘটনার পর থাকার উপপরিদর্শক গোলাম সরোয়ার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। বিদ্যুতায়িত হয়ে মসজিদের ছাদ থেকে ছিটকে নিচে পড়ে মারা যান হোছাইন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত