Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে পোশাক শ্রমিক বহনকারী বাস পুকুরে, আহত ৫ 

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
নিয়ন্ত্রণ হারিয়ে পোশাক শ্রমিক বহনকারী বাস পুকুরে, আহত ৫ 

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পাঁচজন আহত হয়েছে। আজ রোববার ভোর ৬টার দিকে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড কুয়াইশ ভরাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরের কালুরঘাট শিল্প এলাকায় আজিম গ্রুপের অ্যাভেঞ্জার টেক্সটাইল লিমিটেডের পোশাক শ্রমিক বহনকারী একটি বাস (চট্টমেট্রো জ ০৫-০১৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে ভরাপুকুর এলাকায় সেতুবন্ধন ক্লাবের পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা পাঁচ গার্মেন্টস কর্মী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় কালুরঘাট ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। 

এ ব্যাপারে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী বলেন, ‘পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা হয়নি। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত