Ajker Patrika

ফেনীতে যুবলীগ নেতা শাখাওয়াত গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
শাখাওয়াত হোসেন ভূঁইয়া। ছবি: সংগৃহীত
শাখাওয়াত হোসেন ভূঁইয়া। ছবি: সংগৃহীত

ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফেনী পৌরসভার সাবেক কমিশনার শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর জামালউদ্দিন ভূঁইয়া বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে করা ওই মামলার ২১ নম্বর আসামি ফেনীর এই যুবলীগ নেতা।

জানা গেছে, শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে আইনের আওতায় আনতে গত ১২ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার শাখাওয়াত ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাঁকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত