Ajker Patrika

ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৩, ১৭: ৩২
ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ভূজপুরের গহিরা-হেয়াকো সড়কে দাঁতমারার মাল্টাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দাঁতমারা ইউপির ৪ নম্বর ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) এবং একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)। তাঁরা উভয়ে মোটরসাইকেল আরোহী ছিলেন। তাঁরা উপজেলা সদর থেকে হেয়াকোর দিকে যাচ্ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের (আরএমও) ডা. মোহাম্মদ গালিব বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে দৌলত খানকে মৃত পাওয়া যায়। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারী গেলে তিনিও মারা যান।

দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. নাজের হোসাইন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে শুনেছি, তাঁদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার-পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে। হেয়াকোগামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত