Ajker Patrika

চট্টগ্রামে স্থানীয় দুপক্ষের বিরোধের বলি ছাত্রদলের কর্মী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিহত ছাত্রদলের কর্মী মোহাম্মদ আরিফ। ছবি: সংগৃহীত
নিহত ছাত্রদলের কর্মী মোহাম্মদ আরিফ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় দুপক্ষের বিরোধের জেরে গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী মোহাম্মদ আরিফ (১৫) তিন দিন পর মারা গেছে। আজ বুধবার (১১ জুন) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গুলিবিদ্ধ আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ইউনিয়নের সন্দ্বীপ কলোনি এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। সে সন্দীপ কলোনি ইউনিট ছাত্রদলের কর্মী ছিল বলে জানা গেছে।

আরিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার সন্দ্বীপ কলোনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ভুট্টো সুমন’ ও ‘সাখাওয়াত’ নামের দুই ব্যক্তির পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে রোববার (৮ জুন) একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশায় করে সন্দীপ কলোনিতে এসে সাখাওয়াতকে খুঁজতে ছিল। তখন স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে অটোরিকশাটিকে ধাওয়া দিলে এর আরোহী অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয় আরিফ। পরে তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে আরিফের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত