নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ইপিজেডে ছাদ থেকে পড়ে গিয়ে মনসুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। আজ শনিবার দুপুরে ইপিজেড থানাধীন নারকেলতলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিল নামে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মনসুর ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর করিম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তির মৃত্যুর অভিযোগের বিষয়টি ঠিক নয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দপুরে তিনি পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ছাদে উঠেছিলেন। পরে দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান। ওসি বলেন, হাসপাতালে মৃত্যুর পর ওখানকার পুলিশের কাছ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি জেনে সেখানে গিয়ে ইপিজেড থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
হাসপাতালে থাকা নিহতের ছেলে আল আমিন বলেন, পুলিশের ধাওয়া খেয়ে বাবার মৃত্যুর বিষয়টি ঠিক না। আপনারা পুলিশের সাথে কথা বলেন।
এর আগে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে মনসুর আলমকে হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, বিভিন্নজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মনসুরকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। ঘটনার দিন পুলিশ রহিমা মঞ্জিল ভবনটি ঘেরাও করলে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন।
চট্টগ্রাম নগরীর ইপিজেডে ছাদ থেকে পড়ে গিয়ে মনসুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তি ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। আজ শনিবার দুপুরে ইপিজেড থানাধীন নারকেলতলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিল নামে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মনসুর ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর করিম আজকের পত্রিকাকে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তির মৃত্যুর অভিযোগের বিষয়টি ঠিক নয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দপুরে তিনি পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য ছাদে উঠেছিলেন। পরে দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান। ওসি বলেন, হাসপাতালে মৃত্যুর পর ওখানকার পুলিশের কাছ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি জেনে সেখানে গিয়ে ইপিজেড থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
হাসপাতালে থাকা নিহতের ছেলে আল আমিন বলেন, পুলিশের ধাওয়া খেয়ে বাবার মৃত্যুর বিষয়টি ঠিক না। আপনারা পুলিশের সাথে কথা বলেন।
এর আগে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে মনসুর আলমকে হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, বিভিন্নজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে মনসুরকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। ঘটনার দিন পুলিশ রহিমা মঞ্জিল ভবনটি ঘেরাও করলে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এই কমিটি ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নামের একজন নারী নিখোঁজের ২০ ঘণ্টায়ও সন্ধান মেলেনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্যোতির স্বজন এবং স্থানীয় বাসিন্দারা হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ
১২ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
২৮ মিনিট আগেশরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবু তাহের (৪২) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২৯ মিনিট আগে