Ajker Patrika

চাঁদপুরে ৩ কন্যাসহ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫৪
চাঁদপুরে ৩ কন্যাসহ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

চাঁদপুরে তিন কন্যাসহ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নিপা রানী সরকার (২৫) নামের এক গৃহবধূ। আজ বুধবার সকালে চাঁদপুর শহরের একটি ক্লিনিকে তাঁর স্বাভাবিক প্রসব হয়। নিপা সরকার চাঁদপুর শহরের ঘোষপাড়ার ব্যবসায়ী লিটন সরকারের স্ত্রী।

গৃহবধূ নিপার জেঠিমা মুক্তা রানী শীল বলেন, ‘সকালে প্রসব ব্যথা শুরু হলে তাকে এই হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের সিনিয়র নার্স নমিতা সরকার ডেলিভারি কাজ সম্পন্ন করেন। বাচ্চাদের মা সুস্থ আছে। তবে বাচ্চাগুলোকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন।’

হাসপাতালের মেডিকেল অফিসার মিঠুন চক্রবর্তী বলেন, ‘নিপা রানী সরকারকে সকাল ৮টার দিকে আমাদের হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। আসার পর আমরা সবকিছু দেখে এবং পরীক্ষা-নিরীক্ষা করে বুঝলাম তাঁর এখনই ডেলিভারি হবে। যে কারণে আমরা ওটিতে নিয়ে যাই। সেখানে পরপর এক ছেলে ও ৩ মেয়ে সন্তানের জন্ম হয়।’

মিঠুন চক্রবর্তী আরও বলেন, বাচ্চাগুলোর অবস্থা অনেকটা শঙ্কটাপন্ন। তাদের হাসপাতালের ইনকিউবেটরে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত